• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১০:৩৮:৫০ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২২ অক্টোবর ২০২৩ রাত ০৮:২৪:১৬

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: ‘সড়ক আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানে নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে ২২ অক্টোবর রোববার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

২২ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।  

Ad
Ad

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Ad

আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।

এর আগে নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২









Follow Us