• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৬:০৪ (28-Oct-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ভেজাল সার ও কীটনাশক তৈরির অপরাধে জরিমানা

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২২:৪১

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে মোড়কজাত করে বিক্রির অপরাধে শামীম আহমেদ নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৮ ডিসেম্বর রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১ লক্ষ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

Ad

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শামীম হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। উপজেলায় ভেজাল সার ও কীটনাশকের কারণে কৃষকের ফসল উৎপাদনে সমস্যা হয়। স্থানীয় কৃষকরা বিশ্বাস করে নামিদামি ব্র্যান্ডের প্যাকেট দেখে ক্রয় করে প্রতারিত হয়েছে। সামনের দিনগুলোতে এই ভেজাল সার, কীটনাশক তৈরি ও বিক্রয়কারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:১১






Follow Us