• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪২:৪৫ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় ইমামের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:০৬

সংবাদ ছবি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ার পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে ও  দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসুল্লিগন।

৫ সেপ্টেম্বর শুক্রবার জুমাবাদ কুটিয়া লক্ষ্মীপুর মোড়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী ও বাইতুর রহমত জামে মসজিদের মুসুল্লিদের আয়োজনে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় ।

Ad
Ad

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কাউন্সিলর, মসজিদের কোষাধ্যক্ষ জহিরুল আলম, মসজিদ কমিটির সদস্য ও মুসুল্লি ওমর ফারুক,আবু বকর, মোস্তফাসহ আরো অনেকে।

Ad

মানববন্ধনে বক্তারা বলেন, ইমাম মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেক ফেসবুক আইডিতে মিথ্যা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারে যারা জড়িত ছিল, তাদের শাস্তি দাবি জানাচ্ছি এবং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক।

এসময় মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ কয়েক শতাধিক মুসুল্লিগন উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us