• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৫:২৬ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার

২৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৬:৩০

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় মো.আব্দুল হালিম প্রকাশ ইমন নামে এক যুবককে আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে রাত ২টা থেকে সকাল ৬.২০টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযানকালে আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হলেও কোনো কিছু পাওয়া যায়নি। তবে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়ি থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Ad

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, রাইফেল ১টি রাইফেল অ্যামুনিশন ৩ রাউন্ড, পিস্তলের অ্যামুনিশন ৬ রাউন্ড, বন্দুকের কার্তুজ ৭টি, ব্ল্যাংক কার্তুজ ১১টি, মোবাইল ফোন ১৬টি চাইনিজ কুড়াল ১টি, পাহাড়ি দা ২টি, ছোট-বড় চাকু ৭টি, চেইন ১টি ব্যবহৃত, ইয়াবা, মদ ও গাঁজা।

আটককৃত আব্দুল হালিম প্রকাশ ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষীছড়ি জোনে নেয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও সরঞ্জামাদি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমানের মাধ্যমে আগামীকাল ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩









Follow Us