• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৩৬:৩৫ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে বাংলাদেশি ৩ জনকে পিটিয়ে হত্যা

১৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৬:১০

সংবাদ ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: ত্রিপুরায় গরু চোর সন্দেহে ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, গত ২/৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় তিনজন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।

Ad
Ad

সূত্র জানায়, তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কা করে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

Ad

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকার বাসিন্দা। তবে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হলে পরবর্তীতে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু
২৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৯:৫৯


সংবাদ ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫৯
২৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৪:১৮






Follow Us