ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেলের সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, যুগপৎ আন্দোলনের সময় জামায়াত আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন তারা সত্য ও ন্যায়ের পথ থেকে সরে গেছে। বিএনপি কখনোই স্বার্থের বিনিময়ে আদর্শ বিক্রি করে না।
২৫ অক্টোবর শনিবার দুপুরে ফটিকছড়ির পৌর সদরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, জামায়াত সরে গেলেও বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই থেকে কোনোদিন পিছু হটবে না। সত্যের পক্ষে, জনগণের পক্ষে বিএনপি ছিল এবং থাকবে। তবে, নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে। মনে রাখতে হবে, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ৩১ দফা আলোকে আগামীতে দেশ চলবে। রাষ্ট্র কাঠকমোরে ভিত হচ্ছে এই ৩১ দফা।

তিনি আরও বলেন, ফটিকছড়ি আসনের মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। কোন গ্রিন সিগনাল নাই, সময় বলে দেবে কে মনোনয়ন পাচ্ছে।
এ সময় সুন্দরপুর ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সদস্য আব্দুল আজিজ, মাহাবুবুল আলম, হাসান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু মুনসুর, পৌরসভা যু্বদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন, জামাল উদ্দিন, আবসার কোম্পানী, যুবদল নেতা সাইমনুল করিম, আলাউদ্দিন কাজল, ছাত্রদল নেতা আব্দুর জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available