• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ১০:৫৫:৫৬ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসে প্রশাসনের অভিযান

২৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫২

সংবাদ ছবি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘চায়না দুয়ারি জাল’বিরোধী অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

২৭ অক্টোবর সোমবার সকালে মধুমতি নদীর সংলগ্ন সোনাপুরা গ্রামের একটি খালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

Ad

অভিযানকালে উপস্থিত ছিলেন—মোল্লাহাট উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক জনাব মেজবা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক মাইকেল, আল্লাহ হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, চায়না দুয়ারি জাল একটি নিষিদ্ধ জাল, যা ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ। এ জালে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এতে মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এই জাল দিয়ে মাছ নিধন করছে—আমরা তা কোনোভাবেই মেনে নেব না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ইতোমধ্যে চায়না দুয়ারি জাল উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এ জাল ব্যবহারের ফলে নদী ও জলাশয়ের প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

স্থানীয় সচেতন মহল জানান, প্রশাসনের এমন পদক্ষেপে অবৈধভাবে মাছ শিকার বন্ধ হবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us