নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় শিপন (৩০) নামের একজন নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

১ নভেম্বর শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। নিহত শিপন কুখ্যাত ডাকাত সরদার মোন্নাফ মিয়া ওরফে মনেক মিয়ার ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শিপন মিয়া আড্ডা দেওয়ার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করতে থাকলে শিপনসহ হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুরুতর গুলিবিদ্ধ হয়।
খবর পেয়ে নিহতের স্বজন ও অনুসারীরা ক্ষিপ্ত হয়ে মনেক মিয়ার নেতৃত্বে গণি শাহ মাজার সংলগ্ন তালতলায় গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এ সময় এমরান মাস্টার (৩৮) গুলিবিদ্ধ হন।
অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং অভিযান চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available