• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ১২:১০:১১ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

ছাতকে সংঘর্ষে আহত

চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়ীর মৃত্যু

৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:৫৮

সংবাদ ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়া বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Ad

৩ নভেম্বর সোমবার ভোরে তিনি হাসপাতালে মারা যান।

Ad
Ad

জানা গেছে, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫/১৬ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ৩১ অক্টোবর শুক্রবার মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মানিক মিয়া ছিলেন এলাকার সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। ব্যাবসায়িক সততা, মানবিকতা ও সমাজসেবায় তার অবদান ছিল অনন্য। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ মানিক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us