• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪৭:১২ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হলেন ডা. এম. ইয়াছিন আলী

১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪২:৫০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট ডা. এম. ইয়াসিন আলী দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। এ সম্মাননা দিয়েছে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৫টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে।

Ad
Ad

ডা. ইয়াসিন আলী ফিজিওথেরাপি, স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় তাঁর অনন্য অবদানের জন্য এ পুরস্কার অর্জন করেছেন। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি প্রসারে এবং মানবসেবায় তাঁর নেতৃত্ব ও কর্মদক্ষতা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Ad

পুরস্কার প্রাপ্তির পর ডা. আলী বলেন, ‘এই পুরস্কার শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। আমি এই সম্মাননা আমার রোগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করছি, যারা আমাকে প্রতিনিয়ত মানবসেবায় অনুপ্রাণিত করে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us