উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষিখাত। সদ্য বপন করা সরিষা ও আলু বীজ বৃষ্টির পানিতে ডুবে নষ্ট হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। মাঠে জমে থাকা পানি যেন তাদের স্বপ্ন ভাসিয়ে নিচ্ছে।

উপজেলার হাটিকুমরুল, পূর্ণিমাগাতী, রামকৃষ্ণপুর, দুর্গানগর, মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, সালঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, ফসলি জমিতে পানি জমে আছে। কোথাও সদ্য রোপণ আলু ও সরিষা বীজ জমিতে পচে গলে যাচ্ছে। কৃষকেরা অসহায় হয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের ফসল ধ্বংসের দৃশ্য।


টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু ও সরিষা চাষিরা। এ সময়টাতেই চাষিরা মাঠে আলু ও সরিষার বীজ বপন করে থাকেন। কিন্তু মোন্থার প্রভাবে আঘাত হানা বৃষ্টিতে সেই বীজের অধিকাংশই এখন পানির নিচে।
দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতি বছর এই সময়েই আলু চাষ করি। কিন্তু এমন বৃষ্টি অনেক দিন পর দেখলাম। আলু লাগানোর পরপরই জমি তলিয়ে গেছে। এখন সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে। ঋণ করে চাষ করেছিলাম, এখন বুঝতে পারছি না কী করবো।’
পূর্ণিমাগাতীর কৃষক এনামুল হক বলেন, ‘চারদিন আগে সরিষা বীজ বপন করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমেছিলো এই অবস্থায় বীজ থাকবে না, সব পচে যাবে। এখন আবার নতুন করে জমি তৈরি করা, বীজ কেনা সবই আমার জন্য কঠিন হয়ে যাবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, বৃষ্টিপাতের কারণে উপজেলার প্রায় সব ইউনিয়নের কিছু না কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শুরু করেছেন এবং কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের জন্য।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available