অনলাইন ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রথম করা হয়েছিল এক যুগেরও বেশি সময় আগে। তখনকার অনেকের ছবি এখন আর তাদের সঙ্গে মেলে না। আবার কারও ছবিই অস্পষ্ট বা অসুন্দর। ফলে ছবি পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। সুখবর হলো—এখন ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তনসহ তথ্য হালনাগাদ করা যায়।
এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd/registration) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাইটে প্রবেশের সময় নিরাপত্তা সতর্কবার্তা এলে ‘I Understand the Risks’ এ ক্লিক করে ‘Add Exception’ ও পরে ‘Confirm Security Exception’ সিলেক্ট করলে সাইটটি ওপেন হবে।


নিবন্ধন প্রক্রিয়া
প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মসাল (যদি ১৩ সংখ্যার এনআইডি হয় তবে জন্মসাল যোগ করতে হবে) সঠিকভাবে দিতে হবে।
জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।
পাসওয়ার্ড দিতে হবে অন্তত ৮ অক্ষরের, যাতে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকে (যেমন: NIDhelp2020)।
এরপর মোবাইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে দেখা যাবে নির্বাচন কমিশনের ডাটাবেজে থাকা সব তথ্য। সেখান থেকে ছবি পরিবর্তনসহ যেকোনো তথ্য হালনাগাদ করা যাবে।
ছবি পরিবর্তন ও তথ্য হালনাগাদের ধাপ
১. “তথ্য পরিবর্তন” অপশন থেকে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে।
২. হালনাগাদ ফর্ম প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে এবং স্ক্যান করে জমা দিতে হবে।
৩. ছবি পরিবর্তনের ক্ষেত্রে নতুন ছবির কপি আপলোড করতে হবে।
৪. প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্ট কালার স্ক্যান করে জমা দিতে হবে।
এভাবে পুরো প্রক্রিয়া ঘরে বসেই শেষ করা সম্ভব। সাধারণত ৩০ মিনিটের মধ্যেই রেজিস্ট্রেশন ও ছবি পরিবর্তনের আবেদন সম্পন্ন হয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available