 
                        
                        
                        
                        নরসিংদী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগনের প্রতিনিধিত্ব করে সরকারী দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই।
২৬ অক্টোবর রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলে, ২৪ এর অভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো গুলো ছিলো সেগুলো আমাদের প্রাত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। একবছরে যতটুটু হওয়ার কথা ছিলো ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামদদারিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পরেছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে। সুযোগ পেলে সকলেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।

জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদা হোসেন জনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ারসহ জেলার নেতৃত্ব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available