নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার উদ্দেশে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

৩ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।


বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি আলোচিত হবে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available