• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:২৬:০৮ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

সাত দিন পর আংশিক উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫৮:৫৪

সংবাদ ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: টানা সাত দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ২৬ অক্টোবর রোববার দুপুর ২টা থেকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১ নম্বর ইউনিটটি চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

Ad
Ad

গত ১৯ আক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায়।

Ad

এদিকে ১৬ অক্টোবর থেকে বন্ধ রয়েছে ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিটটি।

রোববার ১ নম্বর ইউনিটটি চালু হওয়ায় আংশিক উৎপাদনে ফিরলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য প্রস্তুতকারক চিনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইউনিটটি চালু হতে আরও ৩ মাস সময় লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

উৎপাদনের ফেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে বর্তমান উৎপাদন হচ্ছে ৫০ মেগাওয়াট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১১:৪৪










Follow Us