• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ০৭:৫৫:৩৩ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদনে থাকা এক নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বিদ্যুৎ উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের এক ও তিন নম্বর ইউনিট দুটি দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে, গত ১৬ অক্টোবর কেন্দ্রের সর্ববৃহৎ ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষম তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। ২০২০ সাল থেকে ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।উল্লেখ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।