চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর সাথে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সার্বিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন এবং আদর্শ রাষ্ট্র বিনির্মাণ ও উন্নত জাতি গঠনে পেশাগত দিক থেকে সাংবাদিকদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে। চৌদ্দগ্রামকে একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আশা করছি, আমরা মিলেমিশে এ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবো।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন নবগঠিত চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে প্রশাসনের সাথে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে চৌদ্দগ্রামের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার রানা, সহ-সভাপতি কামাল হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, প্রচার সম্পাদক কাজী সেলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিনু, গোলাম রসুল, এয়াছিন ভূঁইয়া, সদস্য মো. আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, ইউনুছ হাসান সজীব, সাকিবুল হাসান মিয়াজী, শাহাদাৎ হোসেন মজুমদার, রহিম উদ্দিন মজুমদার সোহেল, অভি খাঁন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available