• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৫৮:১৬ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

আপনার আমার জন্য খালেদা জিয়া এত নির্যাতন সহ্য করেছেন: রাজীব

২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:০৬

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ তিনি আমার আপনার কথা চিন্তা করে এত নির্যাতন সহ্য করেছেন। তিনি যদি আপোষ করতেন, নিজে একটু ভাল থাকতে চাইতেন তাহলে তার এত কষ্ট করতে হত না।

২৭ অক্টোবর সোমবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে মহিলা সমাবেশ ও বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

Ad
Ad

এসময় হাজারো নারী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তরুণ এ নেতার কথা শোনেন এবং খালেদা জিয়াকে তারা মন থেকে ভালোবাসেন বলে জানান।

Ad

রাজীব বলেন, আল্লাহর কাছে দেয়া করি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন এই বক্তাবলীবাসীর পাশে থেকে কিছু করতে পারি তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার প্রতি আমাদের ঋণ শোধ করতে পারবো যখন আমরা তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আমি আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us