চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

৩০অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


আটকরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চরকাপনা গ্রামের রইস উদ্দিনের ছেলে শাহজাহান আলী(৪৫), অষ্টোআশিরচর গ্রামের জালালের ছেলে শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের মৃত হাচেনের ছেলে আ. মালেক(৫৬), ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেবাড়িয়া চরের মৃত খবির সরকারের ছেলে মোজাম্মেল সরকার (৬০)।
অভিযান সূত্রে জানা যায়, এনায়েতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর বেড়িবাঁধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে পাকা রাস্তার পার্শ্বে কতিপয় মাদক কারবারি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিয়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চার মাদক কারবারি আটকপূর্বক তল্লাশিকালে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available