নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা থেকে গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা ও ছাত্র আন্দোলনের কর্মী আবুল কালাম আজাদকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ।

৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে ও গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্রমণ্ডলীর সদস্য।
সূত্র জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।
দুপুরে আবুল কালাম আজাদ ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করেন।
ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু জানান, আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এই দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ বিষয়ে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available