ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বড় বোনের স্বামীর নেতৃত্বে ছোট বোনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

৩০ অক্টোবর বৃহস্পতিবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
আদালত রায়ে বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং হত্যার দায়ে আমৃত্ব কারাদণ্ডের আদেশ দিয়েছেন।


এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এই মামলায় প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বড় বোনের স্বামী জাহাঙ্গীরের কুদৃষ্টি ছিল ছোট বোনের উপর। বিষয়টি জানতে পেরে বড় জামাইকে শাষিয়ে দেন শাশুড়ি। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে জামাই জাহাঙ্গীর।
২০১২ সালের ১লা অক্টোবর বাড়িতে একাই ঘুমিয়ে ছিল ভিকটিম। গভীর রাতে দুলাভাই জাহাঙ্গীর বাড়িতে এসে দরজা নক করে শালিকাকে ডেকে বলে ‘তোমার বোন অনেক অসুস্থ, খবর দিতে বাড়ি এসেছি, দরজা খোল।’ শালিকা সরল মনে দরজা খুলে দিলে জাহাঙ্গীরের নেতৃত্বে অন্যান্য আসামিরা ঘরে প্রবেশ করে ভিকটিমকে পালক্রমে ধর্ষণ ও হত্যা করে।
পরদিন প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি এসে ধর্ষণ ও হত্যার বিষয়টি বুঝতে পেরে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন ভিকটিমের মা।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন সত্যতা নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি। এই রায়ের ফলে এই ধরনের সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available