• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:২২:২০ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাকিব, ফাহিম

৩১ জুলাই ২০২৫ সকাল ১০:২৪:২০

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম মাহমুদ।

Ad
Ad

৩০ জুলাই বুধবার সংগঠনটির উপদেষ্টামণ্ডলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Ad

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার এবং শামীম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সাইদ আফ্রিদী ও ইকরামুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আজাদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষ দাস, অর্থ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান তুহিন, সহ-অর্থ সম্পাদক হিসেবে বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জুবায়ের, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. খায়রুজ্জামান, প্রচার সম্পাদক হিসেবে আবিদ হাসান ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. সাইফুল্লাহ আল যুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ, সহ-সমাজ কল্যাণ হিসেবে মো. আতিকুর রহমান সাজু, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু শোয়াইব, সহ-আইন বিষয়ক সম্পাদক ডি. এম আবু হানিফা, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আবু সুফিয়ান, সহ-শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাশেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে আরও আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নয়ন পারভেজ, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. বোরহান উদ্দীন, নারী বিষয়ক সম্পাদক আফরিন খাতুন, সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে সোনিয়া খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইয়ামিন হুসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল করিম শুচি, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আসাদ হুসাইন ও তৃপ্তি লতা ঘোষ দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারদিন মোহাম্মদ, সাহেদ ইসলাম, কানিজ ফাতিমা অনন্যা, তানমিন জাহান তুর্জা, মো. সানোয়ার হোসেন এবং নিশাত তাসনিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফাহিম মাহমুদ বলেন, আমাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতায় যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি  সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন, আমরা ছাত্রদের কল্যাণে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখবো ইন শা আল্লাহ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২




Follow Us