• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩৮ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

খুমেকে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার

১৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫১:৩৭

সংবাদ ছবি

বাবুল আকতার, খুলনা ব্যুরো: স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় টানা ৭২ ঘন্টা কর্মবিরতির পর আজ বৃহস্পতিবার বিকাল থেকে এ কর্মসূচি প্রত্যাহার করেছে হাসপাতালে কর্মরত ইন্টার্ন ডাক্তাররা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

Ad
Ad

পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক মো. সামসুদোহা সজিব স্বাক্ষরিত ওই যৌথ বিজ্ঞপ্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার রাতে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে আসেন। তারা হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এর পর পরই পুলিশ ২ ব্যবসায়ীকে গ্রেফতারের করেছে। অবিলম্বে বাকী আসামীরদের গ্রেফতার করা হবে বলে তাদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।  

রোগীদের কল্যাণে ও জনদুর্ভোগ নিরসনে তাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা চিকিৎসা সেবা দেয়া শুরু করেছে। তবে হাসপাতালের সামনে ঔষধ ফার্মেসির মালিকরা এখনও তাদের ধর্মঘট প্রত্যাহার করেনি।

উল্লেখ্য, গত সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনে বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান মেডিকেলের শিক্ষার্থী হাসান ফেরদৌস। এক পাতা ওষুধের দাম ৭০ টাকা দোকানী জানালে হাসান ফেরদৌস ১০ শতাংশ কমিশন বাদ দেয়ার অনুরোধ জানায়। এ নিয়ে বাকবিতন্ডের একপর্যায়ে দোকান মালিক বিপ্লবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে গিয়ে জানালে অন্য শিক্ষার্থীরা ঔষধের দোকানে আসে। একপর্যায়ে ওষুধের দোকানীদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩










Follow Us