আন্তর্জাতিক ডেস্ক: গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার (২৫ অক্টোবর) ভোর থেকে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার কমপক্ষে ১৫ লাখ মানুষের ‘জরুরি সহায়তা’ প্রয়োজন। যেসব ফিলিস্তিনি বাড়িতে ফিরছেন, তারা খাদ্য ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ক্রমাগত সংগ্রামের মধ্যে শুধু ধ্বংসস্তূপই খুঁজে পাচ্ছেন।


এদিকে, অধিকৃত পশ্চিম তীর জুড়ে অবৈধ বসতি থেকে আসা ইসরায়েলিরা বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি, সম্প্রদায় ও কৃষিজমিতে আক্রমণ করেছে, যার মধ্যে জেনেন গভর্নরেটের আরব আল-আরা’আরা বেদুইন সম্প্রদায় এবং হেবরনের উত্তরে সুরিফ শহরের আল-কুরায়নাত এলাকা অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৮ হাজার ৫১৯ জন নিহত ও এক লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available