• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৮:০৭:০৩ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

নুরুল হক নুরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র‌্যাব

২৪ জুলাই ২০২৩ বিকাল ০৫:১৫:২৩

সংবাদ ছবি

নিউজ ডেস্ক: রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৪ জুলাই সোমবার কারওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।  

Ad
Ad

তিনি বলেন, কেএনএফের ভেরিফাইড ফেসবুক পেইজে নুরুল হক নুরকে নিয়ে বক্তব্য প্রদান করা হয়েছে। তার সাথে কেএনফের যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত আমাদের সামনে এসেছে। গোয়েন্দারা এসব তথ্য-উপাত্ত সুক্ষ্মভাবে যাচাই-বাছাই করে দেখছেন।

Ad

খন্দকার আল মঈন আরও বলেন, কেএনএফের সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেবো। তবে বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফাইড পেইজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতে পারে বলে আমরা ধারনা করছি।


এদিকে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কেএনএফের সাথে আমার নাম জড়িয়ে বিভিন্ন মহল থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো সম্পুর্ন বানোয়াট। এসব আজগুবি কথাবার্তার কোন ভিত্তি নাই। কেএনএফ কেন, অন্য কোন রকম সংগঠনের সাথে আমার কোন যোগাযোগ বা সম্পৃক্ততা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩







Follow Us