• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:২২:০১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৮:৩৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত শুরু হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Ad
Ad

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান।

Ad

প্রধান ঈদ জামাত শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বক্তব্যে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কমনা করেন। পাশাপাশি আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও তাঁদের সুস্থতা কামনা করেন। তিনি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান।  

প্রধান উপদেষ্টার বক্তব্যের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দানে আসেন। তারা লম্বা লাইন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তল্লাশি শেষে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়। এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়। এখানে উপদেষ্টা পরিষদের সদস্য ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। তবে ধারণক্ষমতার চেয়ে বেশি মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেন। জাতীয় ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২




Follow Us