• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ০৭:২৭:১৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের দামার মোড়ে অবস্থিত দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৫ অক্টোবর বুধবার সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বেদদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহাজ্ব মো. নওশের ওয়ান।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. নওশের ওয়ান বলেন, প্রত্যেক সন্তানকে সর্বপ্রথম কোরআন-হাদিসের শিক্ষা দিতে হবে। এরপর জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে তারা আর দুর্নীতিবাজ, ঘুষখোর হবে না।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নীল এর ফুলবাড়ী প্রতিনিধি পাভেল ইসলাম, নূরানী তালিমুল কুরআন বোর্ডের দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মাও. মুখতার হোসেন, মুফতী গোলাম রব্বানী, মাওলানা আবু তালহা রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।