• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৫:৪৮ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে তাঁতীলীগ নেতা গ্রেফতার

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযানে চালিয়ে মাহবুবর রহমান রিয়াদ (২৮) নামে এক তাঁতীলীগ নেতাকে গ্রেফতার করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।১৪ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর রহমান উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর খানপাড়া গ্রামের মো. সাদা মিয়ার ছেলে।জানা যায়, মাহবুবুর রহমান বকশীগঞ্জ উপজেলার তাঁতীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক।পূর্বের স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ও একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ বলেন, মাহবুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও নাশকতা মামলার আসামী। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।