• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৮:৫০ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় দণ্ডপ্রাপ্তরা হলেন, চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকার বাচা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২৫), একই এলাকার মো. ইউনুচের ছেলে মো. সৌরভ (২৮), মহাজনবটতলা এলাকার মৃত বিমল নাথের ছেলে উজ্জ্বল নাথ (৩৫), একই ইউনিয়নের জসিমের ছেলে মো. নুরুল আবসার (৪০), হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর এলাকার আবদুর রশিদের ছেলে মো. জাকির (২৪) এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সীতারঘাট এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সেলিম (৩৫)।প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক মো. মিজানুর রহমান ও তাঁর টিম সহায়তা করেন।