• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:২৭:৩৪ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মানসা কালি মন্দির পরিদর্শন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালি মন্দির পরিদর্শন করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় পরিদর্শন শেষে মন্দির কমিটির আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন- তার সহধর্মিণী কানন মজমুদার, মেয়ে দীপান্নিতা পাল, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার এবং তার সহধর্মিণী কৃষ্ণা মন্ডল।মতবিনিময় সভায় মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুলের সাভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল কুমার আঁশ পরিচালনা করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দুলাল পাল, মিলন সেন, বিএনপির নেতা মো. মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী, মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তাসহ সদস্যবৃন্দ।