• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০১:৪৫:২২ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জুলাই ছাত্র হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

উত্তরা প্রতিনিধি : জুলাই ছাত্র হত্যা মামলার এজহারভুক্ত আসামী প্রাক্তন স্বেচ্ছাসেবক লীগ নেতা তুষারকে গ্রেফতার করেছে ডিয়াবাড়ি আর্মি ক্যাম্প।২৩ অক্টোবর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উওরা ১৪ নম্বর সেক্টরে  রাতে একটি অভিযোগ পরিচালনা করেন ডিয়াবাড়ি আর্মি ক্যাম্প।আর্মি ক্যাম্প জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরবর্তীতে তার অফিস এবং বাসায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম  থানায় হস্তান্তর করা হয়।দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।