• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১০:০৮:২৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজার সংলগ্ন আক্কেলপুর গ্রামের মধ্যে পাড়া (মন্ডল পাড়া) গ্রামে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তি আসলাম আলী (মধু) একই উপজেলার উত্তর পারিচা গ্রামের বাসিন্দা মোনায়েম হোসেন ছেলে।স্থানীয়রা জানান, রোববার সকালে আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের একটি ডাব গাছের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বদলগাছী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো একসময় আসলাম ডাব চুরি করতে গাছে উঠেছিলেন। এসময় পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বদলগাছী থানা পুলিশ জানান, ঘটনার পর মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।