• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪৭:১৬ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে পিআর পদ্ধতিতে চেয়ে জামায়াতে ইসলামীর মানববন্ধন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি :  গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের অংশ হিসেবে ১৫ অক্টোবর বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।​গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।​প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "আসন্ন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অবশ্যই অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সকল প্রার্থীর জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করা অপরিহার্য।"​তিনি আরও বলেন, "দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫-দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সরকারের সকল প্রকার জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।"​ড. জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী এই আন্দোলন কঠোরভাবে চালিয়ে যাবে।​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আফজাল হোসেন খান, পৌর আমির ডা. আনিসুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও শাখার নেতৃবৃন্দ।