• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৩:৫৮ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

একমাস আগে থেকে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির: পুলিশ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বর্ষা ও মাহির রহমান। প্রায় এক মাস আগে, ২৫ সেপ্টেম্বর থেকেই তারা এই হত্যার পরিকল্পনা শুরু করেন।হত্যার দিন মাহিরের সঙ্গে আরও দুই বন্ধু ছিল বলে জানায় পুলিশ। হত্যার উদ্দেশ্যে তারা নতুন দুটি সুইচগিয়ার কিনে। এরপর এলোপাতাড়ি ছুরি চালিয়ে জুবায়েদকে হত্যা করে মাহির। বর্ষাই তাকে হত্যার নির্দেশ দেয় বলে জানায় পুলিশ।বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, “এটা ছিল বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা। বর্ষা ও মাহিরের মধ্যে ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে বর্ষা জোবায়েদের প্রতি আকৃষ্ট হয় এবং মাহিরকে তা জানায়। পরে আবার সে মাহিরকে বলে যে, জুবায়েদকে আর ভালো লাগে না। এই দ্বন্দ্ব থেকেই তারা হত্যার পরিকল্পনা করে।”তিনি আরও বলেন, “প্রথমে বর্ষা হত্যার কথা অস্বীকার করলেও, মাহিরকে মুখোমুখি করলে পুরো ঘটনার সত্যতা স্বীকার করে। ২৫ সেপ্টেম্বর থেকেই তারা পরিকল্পনা শুরু করে। এখন পর্যন্ত বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”