• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৯:১০ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ৫ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার গুনবতী রেল স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। তাকে প্রত্যক্ষদর্শীরা কেউ চিনেন না বলে জানায় স্থানীয়রা। লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, দুপুরে গুনবতী রেল স্টেশনের আউটারে রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।