লুণ্ঠিত সারসহ বাল্কহেড জব্দ, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: নৌ পুলিশের তৎপরতায় নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের লুণ্ঠিত সার উদ্ধার, সার বহনকারী বাল্কহেড জব্দ এবং মূল আসামি দুইজন গ্রেফতার।নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে এমভি হাসান নামের একটি বাল্কহেডে ৬ হাজার ৩৪০ বস্তা ডিএপি সার বোঝাই করে সিলেটের সুনামগঞ্জের বিএডিসি গুদামের উদ্দেশে রওনা হয়। প্রতি বস্তা সারের বাজারমূল্য ১ হাজার ৪৫০ টাকা। বাল্কহেডে ৯১ লাখ ৯৩ হাজার টাকার সার ছিল। বাল্কহেডটিতে সার ডিলারের একজন প্রতিনিধি এবং কয়েকজন শ্রমিক ছিলেন। সেদিন সন্ধ্যায় সারবোঝাই বাল্কহেডটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মানিকনগর ঘাটে নোঙর করে। ইঞ্জিনের ত্রুটি কথা বলে বাল্কহেডটি পরদিন বৃহস্পতিবার একই ঘাটে অবস্থান করে। গত শুক্রবার ভোরে সারবোঝাই বাল্কহেড পুনরায় চলা শুরু করে। মেঘনা নদীতে ঘণ্টাখানেক চলার পর একটি ট্রলার থেকে দুজন দুর্বৃত্ত এসে বাল্কহেডটিতে ওঠে। এরপর দুর্বৃত্তরাসহ বাল্কহেডের লোকজন ডিলারের প্রতিনিধিকে হাত-মুখ বেঁধে ট্রলারে উঠিয়ে দেয়। পরে সার বহনকারী বাল্কহেডটি ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। ডিলারের প্রতিনিধিকে নিয়ে ট্রলারটি নদীতে বিভিন্ন স্থানে ঘুরে বিকেল নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহর চর নামক স্থানে পৌঁছে। সেখানে মারধর করে সার ডিলারের প্রতিনিধিকে ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়। এর পর থেকে বাল্কহেডের সব কর্মচারীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।বর্ণিত ঘটনায় নৌ পুলিশের একাধিক টিম প্রথাগত পুলিশিং (ম্যানুয়ালি) এবং প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন নোয়াগাঁও বাজার সংলগ্ন তিতাস নদীর শাখা দেওজুড়ী খালের মধ্য হতে সার বহনকারী বাল্কহেড, স্থানীয় বাজারের এক গোডাউন এবং তিতাস নদী তীরবর্তী গ্রামের এক বাড়ি থেকে লুণ্ঠিত প্রায় সকল বস্তা সার উদ্ধার করে। এক্ষেত্রে স্থানীয় অভিযানে নৌ পুলিশের টিমকে নবীনগর থানা এবং শিবপুর পুলিশ ফাঁড়ি সহযোগিতা করে।এ ঘটনায় নরসিংদী জেলার রায়পুরা থানায় মামলা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা এবং প্রথাগত পুলিশিংয়ের সমন্বয়ে মূল আসামি (মাস্টার মাইন্ড) আলমগীর (৩৬) এবং অভিযোগে বর্ণিত এজাহারনামীয় ১নং আসামি আ. রহিম (৪৩) কে গ্রেফতার করা হয়। ডাকাত আলমগীরের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির ৭টি এবং ডাকাত আ. রহিম’র বিরুদ্ধে মারামারি এবং নারী ও শিশু আইনে ২টি মামলা পাওয়া যায়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।