• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৩৫:৪৪ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মশাল মিছিল

হাবিপ্রবি প্রতিনিধি: উত্তরবঙ্গের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাবিপ্রবি বৃহত্তর রংপুর বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।শিক্ষার্থীরা বলেন, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে এমনটা নয়; বরং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে একটি কৃষি বিপ্লব করা সম্ভব হবে। এতে পুরো বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে, উপকৃত হবে বাংলাদেশের মানুষ। সরকারের কাছে দাবি, খুব দ্রুতই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।মশাল মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা তিস্তা নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং উত্তরাঞ্চলের কৃষি ও মানুষের জীবন-জীবিকার স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।