• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০১:৩৫:১৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উরাল অঞ্চলের একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার।তিনি জানান, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলায় সংঘটিত এই বিস্ফোরণে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এই অঞ্চলটি কাজাখস্তান সীমান্তবর্তী।গভর্নর টেক্সলার নির্দিষ্ট করে বলেননি কোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তবে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে এলাকার প্লাস্টমাস প্ল্যান্টে আগুনের বলয় ছড়িয়ে পড়তে। এই কারখানায় রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক পদার্থ তৈরি ও পুনঃপ্রক্রিয়াজাত করা হয়।কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ জানায়নি, তবে টেক্সলার জোর দিয়ে বলেছেন—“এটি কোনো ড্রোন হামলা ছিল না।”২২ অক্টোবর বুধবার রাতে আগুনের খবর প্রথম পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল বলে জানান গভর্নর।তিনি আরও বলেন, কারখানার অন্তত ১০ জন কর্মীর খোঁজ এখনো মেলেনি।শুক্রবার অঞ্চলজুড়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং বিস্ফোরণের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।বিবিসি ভেরিফাই জানিয়েছে, তারা বিস্ফোরণের দুটি ভিডিও শনাক্ত করেছে, একটি সিসিটিভি ফুটেজ যা ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধারণ করা, অন্যটি পাশের রাস্তায় গাড়ি থেকে তোলা ভিডিও, যেখানে বিশাল আগুনের বলয় দেখা যায়। সূত্র: বিবিসি।