• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৩১:২০ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ৯ দিন পর স্বামী গ্রেফতার

২১ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:০৯:২৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় স্ত্রী হত্যার ৯ দিন পর স্বামী শেখ রাব্বীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। ২১ জানুয়ারি রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০ জানুয়ারি শনিবার যশোরের মনিরামপুর থানার রহিত শেখপাড়া এলাকা থেকে রাব্বীকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার রাব্বী সাতক্ষীরা জেলার তালা থানার মহল্লাপাড়া গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন গাড়ির চালক। হত্যাকাণ্ডের শিকার সুমাইয়া খাতুন খুলনা জেলার পাইকগাছা থানার মালথ গ্রামের মো. মনিরুদ্দদিন মোড়লের মেয়ে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

Ad
Ad

এ বিষয়ে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ১১ জানুয়ারি দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাব্বী সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে বাসায় তালা দিয়ে পালিয়ে যায় রাব্বী। এ ঘটনার পরের দিন ১২ জানুয়ারি নিহতের বড় ভাই মো. মোশারফ হোসেন মোড়ল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Ad

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন রাব্বী। কারণ হিসেবে স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার কথা বলেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২


Follow Us