• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৮:৩৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

হামলার বিচারের দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

২৬ জুন ২০২৫ সকাল ১০:৩৬:১৩

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার, ছাত্রলীগের অবৈধ নিয়োগ বাতিল এবং অস্ত্র উদ্ধারের মামলা দায়েরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ৷

২৬ জুন বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন৷

Ad
Ad

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ, সদস্য সচিব ফরহাদ ইসলামসহ অন্য নেতাকর্মীরা।

Ad

এসময় হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, হামলাকারীদের বিচারের ব্যাপারে আমরা হাবিপ্রবি প্রশাসনের নির্লিপ্ততা লক্ষ করছি। ৫ আগস্টের পর ১১ মাস পেরিয়ে গেলেও প্রশাসন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেনি, সেখানে হাবিপ্রবিতে ছাত্রলীগের হামলাকারীরা সবার সামনে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, আপনারা যদি বিষয়গুলো দেখেও না দেখার ভান করেন, তাহলে কি আমরা ধরে নেবো সরিষার ভিতরেই ভূত আছে? আমরা চাই ন্যূনতম হলেও এসব হামলাকারী যেনো শাস্তি পায়। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি শাস্তি নিয়ে কোনো তালবাহানা করা হয়, আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধাণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি গঠনের ৭ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী ও ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া কর্মতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২


Follow Us