বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বকশীগঞ্জ মাফি পরিবহনের কাউন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন।সংবাদ সম্মেলনে শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর করে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে যমুনা বাসের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের মাফি পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করেন। এর মাধ্যমে আমাদের মাফি পরিবহনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের মাফি পরিবহনের গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি। এতে করে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা পূর্বের নিয়মে গাড়ি চালাতে চাই। আমরা অপপ্রচার ও সময়সূচি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’