• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:৩৪:৪১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

চরাঞ্চলে ধানের পরিবর্তে মাষকলাই চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর চরের জমিতে একসময় চাষ হতো আমন ধান। কিন্তু পরিবর্তিত আবহাওয়া ও উৎপাদন ব্যয়ের কারণে কৃষকরা এখন ঝুঁকছেন উন্নত জাতের মাষকলাই চাষে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গাইবান্ধার সহযোগিতায় বারি-৩ নতুন জাতের মাষকলাই চাষ করে কৃষকরা আগের তুলনায় কম সময়ে বেশি লাভ পাচ্ছেন।শুকনো মৌসুমে কম পানি ব্যবহার ও রোগবালাই কম থাকায় এই ফসল দিন দিন জনপ্রিয় হচ্ছে চরাঞ্চলের কৃষকদের মধ্যে। এবারে সাঘাটা উপজেলার চরাঞ্চলে ৯৪ হেক্টর জমিতে ২শ জন কৃষক মাষকলাই চাষ করেছেন ।সম্প্রতি মাষকলাই মাঠ পরিদর্শন করেন গাইবান্ধা সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গাইবান্ধা সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা আখতারুজ্জামান, বৈজ্ঞানিক সহকারী হারুন অর রশিদ প্রমুখ।কৃষক আতাউর রহমান, আব্দুল কাফি জানান, সরকার যদি আরও প্রশিক্ষণ ও বীজ সহায়তা দেয়, তবে এই মাষকলাই চাষ সাঘাটার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান