• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৩৬:০০ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

লংগদু দীঘিনালা সড়কে সেতু ভেঙে জনদূভোর্গ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা লংগদু সড়কের বেতছড়িতে নদীর উপর নির্মিত স্টীলের তৈরি বেইলী সেতুর পাটাতন দেবে কভার ভ্যান আটকে জনদূভোর্গ সৃষ্টি হয়েছে।ফলে দীঘিনালা ও লংগদু সড়কের দুপাশের স্থানীয় যানবাহন, যাত্রবাহী গাড়ি ও পন্যবাহী সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।২৪ অক্টোবর শুক্রবার সকালের দিকে একটি কাভার ভ্যান সেতুর উপর উঠলে সেতুর পাটাতন দেবে যায়। এতে গাড়িটি সেতুতে আটকে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইনামুল হাসান জানান, আজ সকালে সেতু দেবে যাওয়াতে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে জনদূর্ভোগ কমাতে কাজ শুরু করেছি।’