• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:২৭:০৫ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

ভোলা প্রতিনিধি: দেশে ২২ দিনের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও নদীতে নামতে প্রস্তুত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীপাড়ের হাজারো জেলে।গত ৪ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলেছে টানা ২২ দিন। মা ইলিশের প্রজনন মৌসুমে তাদের সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের ইলিশ সংরক্ষণের লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের সুযোগ দিতে ভোলার বিভিন্ন উপজেলায় সরকারি সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছিল।যদিও জেলেরা অভিযোগ করছেন, সরকার থেকে প্রাপ্ত সহায়তা তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। তারা আশা করছেন, নদীতে যথেষ্ট ইলিশ পাওয়া যাবে, তাতে পরিবারের মুখে হাসি ফিরবে।এ ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুইয়া জানান, আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠতেই আবার ইলিশ শিকারে নামবেন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর জেলেরা। ফলে বিগত দিনে যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবে তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান