• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:২৯:৩৮ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে মুদির দোকানে ভয়াবহ আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার বাজারে অবস্থিত মাদ্রাসা মার্কেটের একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।১৯ অক্টোবর রোববার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।দোকান মালিক বাচ্চু মিয়া জানিয়েছেন, দুপুরের খাবারের জন্য দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। কিছু সময় পর তিনি শুনতে পান যে দোকানে আগুন লেগেছে। “নিমিষেই আমার সব শেষ হয়ে গেছে” বললেন বাচ্চু মিয়া।ধামরাই ফায়ার স্টেশনের অফিসার মো. সোহেল রানা বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হতে পারে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান